ম্যাজিক ল্যাম্পের দলবল - জানুয়ারি ২০১৬

ম্যাজিক ল্যাম্পের দলবল এবং লেখক পরিচিতি
প্রথম বর্ষ।। দ্বিতীয় সংখ্যা।। জানুয়ারি ২০১৬।।

যারা প্রথম থেকে পাশে ছিলেন


অনন্যা দাশ
বাংলা শিশু-কিশোর সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম। ছেলেবেলা কেটেছে জয়পুর শহরে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাস করেন এবং পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে কর্মরতইংরাজি ও হিন্দি ভাষায় সৃজনশীল রচনার সঙ্গে বাংলা থেকে অনুবাদ ও করেন। ‘ইন্দ্রজালের নেপথ্যে’, ‘মার্কিন মুলুকে নিরুদ্দেশ’, ‘রুজভেল্টের পাণ্ডুলিপি’, ‘ফুলের দেশের বিভীষিকা’, ‘হিরের চেয়ে দামি’, ‘মৎসকন্যার অভিশাপ’, ত্রি-তীর্থঙ্করের অন্তর্ধান’, ‘উত্তরাধিকার এবং’ তাঁর বিখ্যাত কিছু বই। একমাত্র ‘উত্তরাধিকার এবং’ প্রাপ্তবয়স্কদের জন্য প্রকাশিত। ম্যাজিক ল্যাম্প পরিবারের  অন্যতম প্রধান উপদেষ্টা।


অভিজ্ঞান রায় চৌধুরী
লেখক-এর সম্পর্কে আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। লেখালেখির শুরু ১৯৯৪ থেকে। লেখার বিষয় প্রধানত বিজ্ঞান, কল্পবিজ্ঞান এবং রহস্য হলেও কিশোর সাহিত্যের অন্যান্য ধারাতেও সমান স্বচ্ছন্দ এবং জনপ্রিয়। ‘মাঝে মাত্র চব্বিশ দিন’, ‘নিয়ম যখন  ভাঙ্গে’, ‘সংকেত রহস্য’, ‘রহস্য যখন ডারউইন’, ‘ভৌতিক অলৌকিক’ ও অন্যান্য। বর্তমানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত এবং সেই সুত্রে ব্রিটেনের ওয়েলস এর প্রবাসী। ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম প্রধান উপদেষ্টা।


দেবজ্যোতি ভট্টাচার্য
যথাক্রমে জয়ঢাক ও tambourine নামে ছোটোদের দুটো ওয়েবপত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ১৯৯৫ সালে গুয়াহাটিতে খবরের কাগজে লেখা শুরু। বড়ো-ছোটো বিভিন্ন পত্রিকায় সেই থেকে নিয়মিত লিখেছেন ও লিখছেন।
প্রকাশিত বই – ইলাটিন বিলাটিন (ছড়া), কল্পলোকের গল্পকথা (ছড়া), বনপাহাড়ি গল্পগাথা (লোকগল্প), ঈশ্বরী (গল্পগ্রন্থ), ঠগির আত্মকথা (অনুবাদ), দোর্দোবুরুর বাক্স (উপন্যাস), গভীর উত্তর সরণীতে (বাশো মাৎসুওর ভ্রমণকাব্যের অনুবাদ)ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম প্রধান উপদেষ্টা


আমিতাভ প্রামাণিক
ব্যাঙ্গালোর নিবাসী বিশিষ্ট বিজ্ঞানী এবং বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ আধিকারিক। ছড়া লেখায় তাঁর জুড়ি মেলা ভার, এছাড়াও অন্যান্য লেখালেখিতেও অনায়াস। ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম প্রধান উপদেষ্টা এবং বিজ্ঞান বিভাগের বিভাগীয় সম্পাদক

ম্যাজিক ল্যাম্পের ম্যাজিশিয়ানরা


দ্বৈতা হাজরা গোস্বামী
ম্যাজিক ল্যাম্পের সম্পাদিকা। কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত এবং বৈদিক সাহিত্য নিয়ে পড়াশোনার পরে বর্তমানে ব্যাঙ্গালোরের জৈন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র সংঘের পরিবেশ মূলক নীতি বিষয়ে গবেষনায় রত, এবং জৈন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপিকা হিসেবে নিযুক্ত কবিতা প্রথম ভালবাসা এছাড়াও ছবি আঁকতে, আবৃত্তি করতে, এবং ছোটদের সাথে সময় কাটাতে ভালবাসেন প্রথম বই ১৪টি ছোট গল্পের সংকলন সাত আকাশের ওপারেকিশোর ভারতী, আনন্দমেলা, রংবেরং, কিচিরমিচির, ইচ্ছামতি-তে কবিতা, প্রবন্ধ, গল্প ইত্যাদি লেখালিখি করেন, এছাড়াও নিয়মিত জয়ঢাক পত্রিকায় গল্প পাঠ করেন দ্বৈতা ম্যাজিক ল্যাম্প-এর ছড়া-কবিতা বিভাগটি দেখছেন ম্যাজিক ল্যাম্পের মস্তিষ্ক দ্বৈতা।

সহেলী চট্টোপাধ্যায়
সহেলী ম্যাজিক ল্যাম্প-এ সহ-সম্পাদিকা উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ার বাসিন্দা। শখ বই পড়া আর মাঝে মাঝে এক আধটা গল্প লেখা। ম্যাজিক ল্যাম্পের মেরুদন্ড হিসেবে যারা আছেন তাদের মধ্যে অন্যতম

তন্ময় বিশ্বাস
ম্যাজিক ল্যাম্প পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আসানসোলের বাসিন্দা তন্ময় ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র। শখ হল বই পড়া, লেখালেখি আর ছবি আঁকা। প্রশিক্ষণ না নিলেও তন্ময়ের আঁকার হাত বেশ ভালোই। ওর বেশ কিছু গল্প এবং ছবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। একাধিক বিভাগে তন্ময় ম্যাজিক ল্যাম্পের পাশে থেকেছে।

তাপস মৌলিক
নিবাস উত্তরপাড়া, পেশায় ইঞ্জিনিয়ার, তাপস মৌলিক ছোটদের জন্য লিখছেন গত কয়েক বছর জনপ্রিয় বিভিন্ন ওয়েব পত্রিকা কাগুজে পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন তিনি লেখালিখির পাশাপাশি গানবাজনা এবং ভ্রমণে সমান উৎসাহী ম্যাজিক ল্যাম্প পরিবারের অন্যতম প্রধান উপদেষ্টা এবং ওয়েব ডিজাইনার

শ্রেয়সী চক্রবর্তী (এলোমেলো রোদ্দুর)
এই নামটি আসলে তাঁর বদনাম; তাঁর ভালো নামটি হল এলোমেলো রোদ্দুর’! বই আর প্রকৃতিকে অসম্ভব ভালোবেসে এই পৃথিবীর বুকে খামখেয়ালি পছন্দসই জীবন কাটানোই তাঁর একমাত্র লক্ষ্য। আর হ্যাঁ গাছপালা থেকে কীটপতঙ্গ, ফড়িং থেকে বাঘ সব কিছুর-ই সংরক্ষণের প্রবল পক্ষে এঁর অবস্থান।

মহুয়া ব্যানার্জী
শিকাগো-তে থাকেন হাউস ওয়াইফ, সখ ভ্রমণ (ট্রাভেল), ছবি তোলা রান্না আর হাতের কাজেও (ক্রাফট) সখ আছে এছাড়াও গান শুনতে ,বই পড়তে আর গিটার বাজাতে ভালো লাগে আমাদের ম্যাজিক ল্যাম্প পরিবারের চটপট চেটেপুটে বিভাগটি দেখছেন।


অঙ্কিতা দাস
জন্ম বিখ্যাত আমের জেলা মালদায়। স্কুল জীবন কেটেছে মালদা শহরেই। Lady Brabourne কলেজ থকে ইতিহাসে স্নাতক ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। সংসারের কাজের ফাঁকে হাতের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। ছোটদের জন্য বিভিন্ন ধরণের ক্রাফ্ট বানাতে এবং শেখাতে ভালবাসেন। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে  বাস করেন। ম্যাজিক ল্যাম্পের হাওয়াকল বিভাগএর দায়িত্বে আছেন।


রাখী নাথ (কর্মকার)
ইংরেজীতে স্নাতকোত্তর, স্কুল শিক্ষিকা। স্বামীর কর্মসূত্রে বর্তমানে পেনসিলভ্যানিয়া, ইউ এস এর বাসিন্দা। নেহরু চিল্ড্রেন’স মিউজিয়ামের একসময়ের ক্রিয়েটিভ ডিপার্টেমেন্টের টিচার – ছবি আঁকার শখ যার জন্মগত। এছাড়াও ভালো লাগে ঘুরে বেড়াতে, প্রাকৃতিক সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দী করতে, সৃজনশীল লেখালেখিতে নিজেকে হারিয়ে ফেলতে। ‘সানন্দা’, ‘এই সময়’, ‘আনন্দবাজার’, ‘ফেমিনা’, ‘উনিশ কুড়ি’, ‘ভ্রমণ’, ‘সংবাদ প্রতিদিন’, ‘উত্তরবঙ্গ সংবাদ’, ‘গৃহশোভা’, ‘কিশোর ভারতী ইত্যাদি  নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার লেখাম্যাজিক ল্যাম্প পরিবারের ভ্রমণ বিভাগটি দেখছেন।

ঋজু গাঙ্গুলি
চাকরির সূত্রে প্রবাসী বাঙালি বই পড়তে এবং সিনেমা দেখতে ভীষণ ভালোবাসেন ম্যাজিক ল্যাম্পের বায়োস্কোপ বিভাগটি দেখছেন রিভিউ বিষয়ে মতামত দিতে এবং যেকোন প্রশ্ন করতে মন চাইলে ওনাকে পাবেন এই -মেইলে: dpshqgj@gmail.com

রুদ্র সেন
কলকাতার বাসিন্দা। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। নেশা বই পড়া এবং ইতিহাস চর্চা। বিভিন্ন পত্রিকায় এবং ওয়েবজিনে রুদ্র’র লেখা নিয়মিত প্রকাশিত হয়। ম্যাজিক ল্যাম্পের  ইতিহাস বিভাগটি সহেলীর সাথে যুগ্মভাবে দেখছেন। এই সংখ্যায় মাচুপিচু নিয়ে আকর্ষক একটি প্রবন্ধ লিখেছেন রুদ্র।

আঁকিবুকি বিভাগের সদস্যরা

নচিকেতা মাহাত
বাড়ি বেলপাহাড়ীর এক ছোট্টো গ্রামে। বর্তমানে ঝাড়গ্রামের বাসিন্দা ৩ বছর বয়সে আঁকার স্কুলে ভর্তি শিলদাতে। পড়াশুনোর হাতেখড়ির আগেই আঁকাতে হাতেখড়ি হয় এখন ফিজিক্সে অনার্স, এটা প্রথম বর্ষ। জয়ঢাক অনলাইন ম্যাগাজিনে প্রথম কমিকস প্রকাশিতএখন বিভিন্ন পত্রিকায় নিয়মিত কমিকস প্রকাশিত হয়। বিভিন্ন পত্রিকায় ছোটোগল্প এবং কবিতা লেখে নচিকেতা। বেড়াতে ভালোবাসে।

পুষ্পেন মণ্ডল
(জন্ম ১৯৭৯) বাসস্থান বজবজ। পেশায় ফ্যাশান ডিজাইনার। স্কুল জীবনে গল্প লেখার হাতে খড়ি। ২০০২ ও ২০০৩ সালে রবিবাসর লিটল ম্যাগাজিন আয়োজিত গল্প প্রতিযোগিতায় দুবার প্রথম পুরস্কার ও ২০১৪ জয়ঢাকগল্প প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পেয়েছেন। মূলত ছোটদের জন্য রোমাঞ্চকর গল্প লেখেন। বিভিন্ন শিশুকিশোর পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। হবি ছবি আঁকা ও কবিতা পড়া।

তন্ময় বিশ্বাস
ম্যাজিক ল্যাম্প পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আসানসোলের বাসিন্দা তন্ময় ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র। শখ হল বই পড়া, লেখালেখি আর ছবি আঁকা। প্রশিক্ষণ  না নিলেও তন্ময়ের আঁকার হাত বেশ ভালোই। ওর বেশ কিছু গল্প এবং ছবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। একাধিক বিভাগে তন্ময় ম্যাজিক ল্যাম্পের পাশে থেকেছে।

পিয়ালী বন্দ্যোপাধ্যায়
পেশায় ভূগোলের শিক্ষিকা। কলকাতার বাসিন্দা, শখ ছবি আঁকা আর কবিতা লেখা। বই পড়তেও ভালোবাসেন পিয়ালী।

কেয়া মাহাতো
কেয়া একজন কনসেপ্ট আর্টিস্ট এবং ক্যারিকেচার আর্টিস্ট। বর্তমানে একটি গেমিং কোম্পানিতে কনসেপ্ট আর্টিস্ট হিসেবে পেশায় নিযুক্ত। কার্টুন আর পোরট্রেট আঁকতে পছন্দ করেন। বাংলা বই আর ম্যাগাজিনও খুব ভালবাসেন। ম্যাজিক ল্যাম্পের এবারের সংখ্যার প্রচ্ছদ কেয়ার আঁকা।

সুজাতা চ্যাটার্জী
ছোটবেলা কেটেছে এলাহাবাদে। তারপর কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ ও বেথুন কলেজে গণিত নিয়ে BSc MScপেশায় গণিত শিক্ষিকা হলেও, অঙ্ক করার সাথে সাথে ভীষণ রকম ভালো লাগে নাচ, গান, ছবি আঁকা, কবিতা লেখা ও নানা ধরনের হাতের কাজ করতে। বর্তমানে স্বামীর কর্মসূত্রে ব্রাসেল্‌স, বেলজিয়ম-এর বাসিন্দা এবং নিজের দেড় বছরের মেয়ের সাথে শৈশবটাকে নতুন করে খুঁজে নিতে ব্যস্ত।


দ্বৈতা হাজরা গোস্বামী
ম্যাজিক ল্যাম্পের সম্পাদিকা। কর্মসূত্রে ব্যাঙ্গালোরের বাসিন্দা। বেশ কিছু পত্রিকায় দ্বৈতার কবিতা এবং ছোটগল্প প্রকাশিত হয়েছে। দ্বৈতা নিজে একজন অলংকরণ শিল্পীও । ম্যাজিক ল্যাম্পের মস্তিষ্ক দ্বৈতা।

বহুরূপী বিভাগে লেখক-শিল্পীদের পরিচিতি

মণিমালা চক্রবর্তী
কাজ বলতে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা তবে গম্ভীর বৈজ্ঞানিক তাকে কোনভাবেই বলা চলে না সবরকমের বই পড়তেই ভালবাসে আর সে ভালবাসে টো টো করে ঘুরে বেড়াতে খায় দায় গান গায়আর আশেপাশে যেথায় যেমন যে টুকু দেখে, সাজিয়ে গুছিয়ে লেখার পসরা সাজায় তোমাদের জন্য

স্বর্ণ চক্রবর্তী
ওরফে বার্ডম্যান নতুন প্রজন্মের একজন উন্মুখ প্রকৃতি পড়ুয়াই নন শুধু, তিনি সর্বতোভাবে সংরক্ষণের পক্ষে। এই তরুণ প্রকৃতিবিদ পাখি আর প্রজাপতি বিষয়ে অসীম জ্ঞানের অধিকারীই নন শুধু, ‘স্নেক হ্যান্ডলিং’-এও মহা দক্ষ!

শ্রেয়সী চক্রবর্তী
এই নামটি আসলে তাঁর বদনাম; তাঁর ভালো নামটি হল ‘এলোমেলো রোদ্দুর’! বই আর প্রকৃতিকে অসম্ভব ভালোবেসে এই পৃথিবীর বুকে খামখেয়ালি পছন্দসই জীবন কাটানোই তাঁর একমাত্র লক্ষ্য। আর হ্যাঁ গাছপালা থেকে কীটপতঙ্গ, ফড়িং থেকে বাঘ – সব কিছুর-ই সংরক্ষণের প্রবল পক্ষে এঁর অবস্থান।

কমিকস বিভাগে লেখক-শিল্পীদের পরিচিতি

অভিনব সাহা
Creative Head at Dark Dreams – Damn Comics and Creative Artist cum Visualiser at Kriyetic. Studied at Vijaygarh Jyotish Ray College. Past: St. Andrew’s School.

দীপায়ন
Project Manager at Switchgear & Controls and Founder & Creative Head at Dark Dreams – Damn Comics. Studied at Globsyn Business School. Past: Andrew’s high(H.S) School, Kolkata.

বিজয়া
Studies DGWA at Maya Academy of Advanced Cinematics (MAAC). Past: Jodhpur Park Girls’ School.

নচিকেতা মাহাত
বাড়ি বেলপাহাড়ীর এক ছোট্টো গ্রামে। বর্তমানে ঝাড়গ্রামের বাসিন্দা ৩ বছর বয়সে আঁকার স্কুলে ভর্তি শিলদাতে। পড়াশুনোর হাতেখড়ির আগেই আঁকাতে হাতেখড়ি হয় এখন ফিজিক্সে অনার্স, এটা প্রথম বর্ষ। জয়ঢাক অনলাইন ম্যাগাজিনে প্রথম কমিকস প্রকাশিতএখন বিভিন্ন পত্রিকায় নিয়মিত কমিকস প্রকাশিত হয়। বিভিন্ন পত্রিকায় ছোটোগল্প এবং কবিতা লেখে নচিকেতা। বেড়াতে ভালোবাসে।

তন্ময় বিশ্বাস
ম্যাজিক ল্যাম্প পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আসানসোলের বাসিন্দা তন্ময় ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র। শখ হল বই পড়া, লেখালেখি আর ছবি আঁকা। প্রশিক্ষণ  না নিলেও তন্ময়ের আঁকার হাত বেশ ভালোই। ওর বেশ কিছু গল্প এবং ছবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। একাধিক বিভাগে তন্ময় ম্যাজিক ল্যাম্পের পাশে থেকেছে।

আরও যাঁদের লেখায় সেজে উঠেছে ম্যাজিক ল্যাম্প

প্রদীপ্ত ভক্ত
প্রদীপ্ত ভক্ত পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপাতত বাস ইউ এস এ-র কলোরাডোতে। নেশা ভ্রমণ, তা সে বাইক নিয়েই হোক কিংবা প্লেনে, একা বা সদলবলে।

মধুমিতা ভট্টাচার্য
জন্ম আসানসোলে, অধুনা ডুয়ার্সের চা বাগানে বাস। স্নাতক থেকে ডক্টরেট অবধি পড়াশুনো শান্তিনিকেতনের শিক্ষাভবনে। এয়ারফোর্স স্কুল হাসিমারার প্রধান শিক্ষিকা। অবসর সময়টুকু লেখালিখিতে কাটাতে ভালবাসেন। এছাড়াও ভালবাসেন গান, ছবি আঁকা, বই পড়া ইত্যাদি। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে একাধিক কবিতা ও গল্প। ছোটদের জন্যে কলম ধরেন অনাবিল আনন্দ পেতে।

সঙ্গীতা দাশগুপ্ত রায়
পেশায় সফট স্কিল ট্রেনার । কাজে অকাজে দেশ বিদেশের শহর বন্দর থেকে গ্রামবাংলার উঠোন বাগান অবধি অবাধ গতির সুবাদে মানুষের মনের কাছাকাছি আসা এবং সে মনের ছবি কাগজে কলমে ফুটিয়ে তোলাই নেশা বিশ্বাস করেন স্বপ্নবুনন মানুষকে বাঁচিয়ে রাখে। লেখালেখি দেশ, আনন্দবাজার পত্রিকা , সানন্দা এবং বিভিন্ন ওয়েবম্যাগ ও লিটলম্যাগে

সপ্তর্ষি চ্যাটার্জী
নদীয়ার কল্যাণীর বাসিন্দা, জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। পেশায় আমডাঙ্গা হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। নেশা বহুমুখী। ছবি আঁকতে ভালবাসেন, বিশেষত কার্টুন ও পোর্ট্রেট, কিছু পত্রপত্রিকায় অলঙ্করণের দায়িত্ব সামলেছেন। ছোটবেলা থেকে আবৃত্তির অভ্যাস পরে কবিতাপ্রেমে রূপ নিয়েছে। কিশোর ভারতী সহ একাধিক পত্রপত্রিকা এবং অনলাইন ম্যাগে প্রকাশিত হয়েছে বেশ কিছু কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ। গান শুনতে এবং খোলা গলায় গাইতে, প্রকৃতির সাথে একাত্ম হয়ে ঘুরতে এবং দুর্লভ দৃশ্যকে লেন্সবন্দী করতেও ভালবাসেন খুব।

----------

No comments:

Post a Comment