ছড়া-কবিতা:: গোমড়া খুড়ো - সুজাতা চ্যাটার্জী


গোমড়া খুড়ো
সুজাতা চ্যাটার্জী

ওই ওখানে মাঠের ধারে, গোমড়া খুড়োর বাড়ি,
সব কিছুতেই রাগ করে সে, মুখখানি তার হাঁড়ি।
রাগ করে সে রোদ উঠলে, রাগ ধরে তার মেঘে,
একলা বসে, নিজের পরে, নিজেই ওঠে রেগে।

লোকজন কেউ সামনে এলে, রাগ করে সে খুড়ো,
ভীষণ রকম রাগ করে কেউ বললে তাকে বুড়ো।
খেলার মাঠে বাচ্চাগুলো চেঁচায় যদি জোরে,
খুড়োর তখন ইচ্ছে করে, মারতে তাদের ধরে।

রাগ ধরে তার মিষ্টি খেলে, রাগ ধরে তার ঝালে,
রাগ ধরে তার ডাকলে পাখি, হঠাৎ গাছের ডালে।
ফোন বাজলে রাগ ধরে তার, দেয় না তাতে সাড়া,
রাগ ধরে তার, বাড়ির মালিক, চাইতে এলে ভাড়া।

এমনতরো খুড়োই সেদিন, ডাক দেয় যেই হেসে,
কারণটা কী জানতে চেয়ে প্রশ্ন করি এসে।
মুচকি হেসে বলেন খুড়ো, “বলব কী আর ভাই -
রাগের ওপর রাগ করেছি, রাগ ছেড়েছি তাই!”
----------
ছবি - আন্তর্জাল

1 comment:

  1. বাহ বাহ বাহ, দারুণ হয়েছে। খুব ভালো লাগলো।

    ReplyDelete