ছড়া-কবিতা:: বৃষ্টির গান - শ্যামাচরণ কর্মকার


বৃষ্টির গান
শ্যামাচরণ কর্মকার

বর্ষা আছে, বৃষ্টি তো নেই!
কোথায় বাদলধারা?
গাছগাছালির জৌলুস নেই,
শুকিয়ে গেছে পাড়া।

বৃষ্টি খোঁজে পুকুর, ডোবা
দূর আকাশে দৃষ্টি
মেঘকে বলে - ও মেঘবন্ধু,
দাও ঝরিয়ে বৃষ্টি।

মেঘ বলল, বৃষ্টি নিবি?
বর্ষা এল বুঝি?
পুকুর-ডোবা বলল, হ্যাঁ ভাই,
তাই না বৃষ্টি খুঁজি।

যেমনি বলা অমনি মেঘের
পালটে গেল রূপ
মেঘের গায়ে কালির আঁচড়
নামল আঁধার ঝুপ।

অমনি শুরু মেঘ গুড় গুড়
সঙ্গে অঝোর জল
পথ-ঘাট-মাঠ-পুকুর-ডোবার
বুকে খুশির ঢল।

টাপুর টুপুর, ঝম ঝম ঝম
ছন্দ তোলে প্রাণে
ব্যাঙ বলল - ও ব্যাঙানি,
আয় ডুবে যাই গানে।

গাছের পাতায় বৃষ্টি নাচে,
ভিজছে বাড়িঘর
চাষির টোকায় বৃষ্টিফোঁটা
টুপ টাপ, চড় বড়।

এদিক খুশি, সেদিক খুশি
বৃষ্টির ফুলঝরি
বৃষ্টি পেয়ে বর্ষা উদাস
গাইছে আশাবরি!
_____
ছবিঃ আন্তর্জাল

1 comment:

  1. বাহ পুকুরের ডাকেে বৃষ্টি। খুব ভালো।

    ReplyDelete