রূপসা ব্যানার্জী
বর্ষাদিনে ঝিরঝিরিয়ে বৃষ্টি যখন ঝরছে,
পিছলে কাদায়... ফুটবল
পায়ে... বড্ড মনে পড়ছে।
আবার যখন ঝলমলে রোদ, সূয্যি মামা হাসছে –
তোদের সাথে ক্রিকেট খেলার দৃশ্য চোখে
ভাসছে।
রথের মেলায় পাঁপড়ভাজা, ফুচকা এবং ঘুগনি,
মস্ত উঁচু নাগরদোলার ঘোর লাগানো ঘূর্ণি;
কোচিং ক্লাসে কামাই করে মুভি দেখার ফন্দি
-
সে সব শুধুই চার-দেয়ালে স্মৃতির পাতায়
বন্দি।
লকডাউনের দীর্ঘ সময় কাটতে মোটেই চায় না,
অবাধ্য মন ধরছে কেবল আড্ডা দেওয়ার বায়না।
চল না সবাই দুধের সোয়াদ মেটাই ঘোলে অল্প,
অনলাইনে লাইভ চ্যাটে জমিয়ে করি গল্প।
না হয় ধরে ভার্চুয়ালি সবাই সবার হাতটা
-
ভোরের আশায় দিই কাটিয়ে গভীর কালো রাতটা।
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment