লিমেরিক
অনুবাদঃ গৌতম গঙ্গোপাধ্যায়
।। ১।।
মাথা নেড়ে বুড়ো বলে, ‘যা ভেবেছি তাই,
পাখিদের বাসা হল মোর দাড়িটাই!
পেঁচা আছে দুইখানি,
মুরগিও আছে জানি,
শেষে কিনা এসে জোটে শালিক চড়াই!’
(মূল কবিতাঃ এডওয়ার্ড লিয়ার)
।। ২।।
পেলিক্যান পাখি এসে আমারে শুধায়,
‘বলো এই ঝামেলায় কী করি উপায়?
ঠোঁটে মোর যা ধরে
আঁটে না তা উদরে,
এত মাছ রাখি কোথা পড়েছি এ দায়।’
(মূল কবিতাঃ ডিক্সন মেরিট)
।। ৩।।
কন্যে ছোটেন আলোর থেকে জোরে,
বেরিয়েছিলেন রবিবারের ভোরে
আইনস্টাইন মেনে
চলেন পিছন পানে,
পৌঁছে গেলেন আগের শনিবারে।
(মূল কবিতাঃ এ এইচ রেজিনাল্ড বুলার)
।। ৪।।
দুইটি বিড়াল ছিল কলকাতা নগরে।
দুজনেই ভেবেছিল, ‘আমি একা রব রে।’
বিল্লির ঝগড়ায়
কান পাতা হল দায়,
চিহ্ন শেষেতে শুধু লেজে আর নখরে।
(মূল কবিতাঃ প্রচলিত)
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
This comment has been removed by the author.
ReplyDeleteবাঃ, দারুণ, তেমনি ছবি।
ReplyDelete