ম্যাজিক পেনসিলঃ ছোটোদের নিজস্ব বিভাগঃ জুলাই ২০২০

ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ

(১)

ছোট্ট শুভ্রজা তার জীবনের প্রথম লেখা ছড়াটি পাঠিয়েছে ম্যাজিক ল্যাম্পের জন্য, সঙ্গে আবার দারুণ একটা ছবিও এঁকে দিয়েছে দেখছি!

ব্যাঙ
শুভ্রজা চ্যাটার্জী

এক যে আছে ব্যাঙ,
তার যে আছে ঠ্যাঙ।
সে ডাকল, মা
মা বলল, না
সে তখন কাঁদে
মা তখন ছাদে।


পরিচিতি
শুভ্রজা চ্যাটার্জী
বয়স ৬ বছর, প্রথম শ্রেণি, সেন্ট জেনেভিভ, ব্রাসেল্‌স, বেলজিয়াম

(২)

নিচের সুন্দর ছবিটি এঁকে পাঠিয়েছে ক্লাস সিক্সের প্রবাহনীল দাস।


পরিচিতি
প্রবাহনীল দাস
ষষ্ঠ শ্রেণি, একমি একাডেমি, কালনা, পূর্ব বর্ধমান, ৭১৩৪০৯
_____

No comments:

Post a Comment