মানসী পাণ্ডা
ঘরের কোণে অন্ধকারের মতো,
মনের খাঁজে আঁধার যদি ভারি;
সাজিয়ে দিও আলোকবাতি যত,
ছড়ার খাতায় ছন্দ সারি সারি।
গাছের ফাঁকে মিষ্টি চাঁদের উঁকি,
জোছনা ধারায় ভিজল বুঝি মাঠ;
কলকলানো খুশির আঁকিবুকি,
আঁকছে ছড়ার সহজ গল্পপাঠ।
রাতবিরেতে আবছায়ারা ভাসে,
বলছে কিছু ফিসফিসিয়ে ওরা;
শিশুচোখেও অনেক ছবি হাসে,
সেই ছোঁয়াতে উছলে ওঠে ছড়া।
আবোল তাবোল অনেক কথার মাঝে,
রূপকথারা নতুন শ্রোতা পায়;
দুঃখটুকু লুকিয়ে রেখে পিছে,
ছড়ার গাথা টগবগিয়ে ধায়।
হিমেল দেশের শিরশিরানি শিহর,
কিম্বা রোদের ঝলমলানো হাসি:
ছড়ার ডাকে ঠিক যে ফিরে আসি।
চেনার মাঝে অচেনাদের ভিড়,
সবাই তবু হাঁটে ছন্দে তালে;
মতের অমিল ধরায় না তো চিড়,
মিলবে জানি ছড়ার অন্ত্যমিলে।
No comments:
Post a Comment