ছড়া-কবিতা:: ছড়াকার - মৃত্যুঞ্জয় দেবনাথ


ছড়াকার
 মৃত্যুঞ্জয় দেবনাথ

ইনি কিনা স্বনামধন্য ছড়াকার
আমরা বলি, ধরাকার
কারণ একটাই - যদি কেউ গিয়েছ সন্নিকট
ধরবেন উনি খপাৎ করে,
মানে কট
এরপরেতে শুনতে হবে ছড়া -
দশ ঘড়া - বিশ ঘড়া।।

এমনি তিনি ভালোমানুষ
লোকের চান না মন্দ
খোঁজেনও না কোন্মানুষের
গায়ে কীরূপ গন্ধ,
খোঁজেন কেবল আকাশ-বাতাস
এই পাড়া - ওই পাড়া -
গণ্ডা-গণ্ডা ছড়া

ছড়া লেখেন রাত্রিদিন
ছড়া হাজার-হাজার
তেনার ভয়ে পাড়া ছেড়ে
ঘুর পথে যাই বাজার,
তবুও যদি কালে চক্রে
নাকের ডগায় তিনি -
হায় রে! দিন কাবার! বিষম নাকানি-চুবানি!
খপাৎ করে কট করবেন
কাজ ঘুলিয়ে জট করবেন
শেষে বলবেন হেসে,
চলো, যাই ছড়ার দেশে !
_____

ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment