মানবেশ
মণ্ডল
গুলবাজ গুলমামা দেয় শুধু গুল
কথায়
কথায় বলে ইংরেজি ভুল।
গোল
গোল চোখ তার ইয়া বড়ো গোঁফ
গুল
দিতে দিতে বলে, “কথা নয় চোপ!”
সিঁড়ি
বেয়ে উঠে নাকি মহাকাশে পাড়ি
দিয়ে দেখে এসেছিল চাঁদে রেলগাড়ি।
গোঁফে
হাত দিয়ে বলে, “জানিস কি তোরা,
নিজেই মেপেছি আমি সিরাজের ছোরা!”
গুলবাজ
গুলমামা দেয় না তো ক্ষান্ত
খপ করে ধরেছিল বাঘ এক জ্যান্ত।
মা
এসে বলে শুনি, “হ্যাঁ রে ভাই ফটকে,
শুনেছি ছিলিস তুই জেলখানা আটকে?”
_____
ছবিঃ নচিকেতা মাহাত ও আন্তর্জাল
ছবিঃ নচিকেতা মাহাত ও আন্তর্জাল
No comments:
Post a Comment