ছড়া-কবিতা:: জলপিপি পাখি - তূয়া নূর


জলপিপি পাখি
তূয়া নূর

জলে ভাসা পদ্ম পাতা
জল ছোঁয় না তাকে;
বর্ষা শেষে হাত ইশারায়
জলপিপিদের ডাকে।

পাতার ওপর সারা বেলা
বেশ তো সময় কাটে;
জলপিপিরা কাঠের লাঠির
বড়ো দুপায় হাঁটে।

দুলে ওঠে পদ্ম পাতা,
অন্য পাতায় ছুটে;
টোপা পানায় শক্ত ঠোঁটে
কী খায় তারা খুঁটে?

পায়ের ছোঁয়ায় পদ্ম পাতার
জলের ওপর কাঁপা
এসব জেনো অনেক রঙে
বইয়ের পাতায় ছাপা।
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment