ছড়া-কবিতা:: পদ্ম চাষির বউ - স্বপনকুমার বিজলী


পদ্ম চাষির বউ
স্বপনকুমার বিজলী

পদ্ম চাষির বউ
তুলে জলের ঢেউ
দিঘির মাঝে যায় কেন সে
বলতে পারো কেউ?

তোলে হাজার ফুল
ভেজায় না তার চুল
ফুল বেচে রোজ বাজার করে
হয় না তাতে ভুল।

সুখে ভরা ঘর
দেওর ননদ বর
সবাই মিলে হাসে খ্যালে
কেউ কারও নয় পর।
_____
ছবিঃ শিবশঙ্কর ভট্টাচার্য

No comments:

Post a Comment