ছড়া-কবিতা:: দাদা-ভাই - সুব্রত দাস


-  দে না দাদা একবারটি
আমিও ঘোড়াই লাট্টু!
-  না দেব না, তোর সাথে আজ
সত্যি আমার কাট্টু !
-  দিবি না তো, আচ্ছা তবে
আমার কাছেও আছে,
হরেক রঙের অনেক গুলি
সবকটি তাও কাচের!
-  আচ্ছা এ নে দু’বার ঘোরা
কিন্তু কাচের গুলি,
ভাইটি রাখিস আমার জন্য
না হয় কতক তুলি’!!
_____
ছবিঃ অতনু দেব

No comments:

Post a Comment