ছড়া-কবিতা:: ডুয়ার্স মানে - অগ্রদীপ দত্ত


ডুয়ার্স মানে
অগ্রদীপ দত্ত

ডুয়ার্স মানে চা বাগান আর
মূর্তি নদীর জল
ডুয়ার্স মানে রাস্তা পেরোয়
বুনো হাতির দল
ডুয়ার্স মানে রঙিন ময়ূর
পেখম মেলে নাচে
দেখলে লেপার্ড, চিতল হরিণ
লুকিয়ে পালিয়ে বাঁচে

ডুয়ার্স মানে ফরেস্ট রিসর্ট
হাতির পিঠে ভ্রমণ,
ডুয়ার্স মানে পাখির ডাকে
যায় জুড়িয়ে মন
ডুয়ার্স মানে রাইনোসেরাস
বাইসনেদের বাড়ি
ওয়াচ টাওয়ারে পৌঁছে দেবে
ফরেস্ট জিপসি গাড়ি

ডুয়ার্স মানে জনপ্রজাতির
প্রাচীন নৃত্য-গীতি,
ঝাঁপ, বাঁশি নাগরা-মাদল
বাজানো তাদের রীতি
ডুয়ার্স মানেই গাছগাছালি
হচ্ছে এখন শূন্য
গাছ কাটা নয়, গাছ কাটলেই
ডুয়ার্স অসম্পূর্ণ
_____
ফোটোঃ তাপস মৌলিক

No comments:

Post a Comment