ছড়া-কবিতা:: চাঁদ ওঠে ধেই ধেই - টুম্পা মিত্র সরকার


চাঁদ ওঠে ধেই ধেই
টুম্পা মিত্র সরকার

ভুতুড়ে আকাশে দেখি
ঝুরু ঝুরু বর্ষণ
মেঘেদের ছানা কাঁদে
উড়ু উড়ু দর্শন৷

বাতাসটা বড়ো ঝোড়ো
বিচ্ছিরি বাদলায়
ওইখানে মেঘছানা
রূপ তার বদলায়৷

আকাশের গায়ে দেখি
মোটা কালো ছায়া এক
হামাগুড়ি দিয়ে এসে
গোটা গোটা ঝরে দ্যাখ৷

তাই বলি কাঁথা মুড়ি
মেঘ দেখে সাবধান
হাওয়া খাবে মৌসুমী
এইবারে তোলো ধান৷

ফসলকে নিলে ঘরে
বর্ষার আগেতেই
মন-আকাশ মেঘহীন
ওঠে চাঁদ ধেই ধেই৷
_____
ছবিঃ সমীর সরকার

No comments:

Post a Comment