ছড়া-কবিতা:: বিষ্টি এল - সমীরণ সরকার


বিষ্টি এল
সমীরণ সরকার

বিষ্টি এল ঝমঝমিয়ে
মেঘের বাদ্যি বাজে,
লাঙল কাঁধে হারাণ খুড়ো
চলল চাষের কাজে।
বিষ্টি দেখে হাঁসের ছানা
প্যাঁকপ্যাঁকিয়ে গায়,
মাছের খোঁজে পদি পিসি
জালি হাতে যায়।
বিষ্টি দেখে ছাগল ছানা
খোঁজে নিজের মাকে,
পরাণ মুদির গোয়াল ঘরে
প্যাংলা গাইটা ডাকে
বিষ্টি দেখে আনন্দেতে
নাচে ব্যাঙের খোকা,
গলা ছেড়ে ধরল যে গান
তাইরে নাইরে না কা!
বিষ্টি দেখে খোকা খুকু
মনের আনন্দেতে
ছড়া বলে খেয়াল খুশির
শব্দেতে, ছন্দেতে –
_____
ছবিঃ সমীর সরকার

No comments:

Post a Comment