সুতোর
দুঃখ
বনবীথি
পাত্র
ওই
দেখ ঐ লাল ঘুড়িটা
উড়ছে
সবার আগে,
তাই
না দেখে বেগনিটা ভাই
জ্বলছে
যেন রাগে।
নীল
ঘুড়িটার মন ভালো নেই
লেজ
গিয়েছে ছিঁড়ে,
ভোকাট্টা
সবুজ ঘুড়ি
যাচ্ছে
ভেসে দূরে।
লাল-নীল
আর সবুজ-কালো
কত
ঘুড়ির মেলা
আমায়
নিয়েই উড়ছে সবাই
তবু
করছে অবহেলা।
কাচের
গুঁড়ো, সাবুর গোলা,
মাখায়
আমার গায়,
ওড়ার
বেলায় আমায় তবু
দেখে
না কেউ হায়।
আর
জনমে ঘুড়ি হব
হব
না আর সুতো,
দূর
আকাশে আমিও তখন
উড়ব
মনের মতো।
_____
ছবিঃ
শেলী ভট্টাচার্য
No comments:
Post a Comment