ছড়া-কবিতা:: লিমেরিকে জল সংকট - শাম্ব চ্যাটার্জী


লিমেরিকে জল সংকট
শাম্ব চ্যাটার্জী

বাড়ছে গরম, কাঠফাটা রোদ, ঘামছি অনর্গল —
মাথার উপর সূর্য্যিমামা, চাইছে শরীর জল।
শুকনো জিভে খুঁজছি ত্রাণ,
শহরে অমিল মরূদ্যান...
মিচকি হাসে, পুকুর বুজে দাঁড় করানো শপিংমল।

কুঁচকে ভুরু তাকিয়ে আছে উষ্ণায়নের ত্রাস —
হিমবাহকে গলিয়ে বাড়ে নোনাজলের গ্রাস।
খামখেয়ালি জলবায়ু আজ,
বৃষ্টিহারা রুক্ষ সমাজ...
আগামী পৃথিবী মানবতাবোধে ব্যর্থ অনুপ্রাস।

রুখতে হলে বিশ্বযুদ্ধ জলের জোগান চাই —
গাছ বাঁচালে, বৃষ্টি পাবে, সহজ কথা ভাই।
সভ্যতাকে দাও এগিয়ে,
বাস্তুতন্ত্রে সাম্য নিয়ে...
সরল সত্য সামনে তবু মন কেন বনসাই?
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment