ছড়া-কবিতা:: বৃষ্টিউড়ান - সৌমেন দাস


বৃষ্টিউড়ান
সৌমেন দাস

বৃষ্টি মানেই ঘরে বসে
হইহুল্লোড় আড্ডা,
বৃষ্টি মানেই জল থই থই
রাস্তা-ঘাটে গাড্ডা।

বৃষ্টি মানেই কাগজভেলা
মন-কেমনের বেলা,
বৃষ্টি মানেই তিড়িং তিড়িং
সবুজ শিশু খেলা।

বৃষ্টি মানেই ময়ূরনাচন
আকাশ ঘন কালো,
বৃষ্টি মানেই কদম-রাগে
মেঘের ফাঁকে আলো।

বৃষ্টি মানেই কুলছাপানো
নদীর মাঝে বান,
বৃষ্টিবেলায় এমন ছড়ায়
ভিজুক সবার প্রাণ।
_____
ছবিঃ নচিকেতা মাহাত

2 comments:

  1. সৌমেন ভাই খুব ভালো লাগলো কবিতা
    আমি অমল মাল।

    ReplyDelete
  2. নচিকেতা মাহাতর আঁকা ও খুব ভালো লাগলো।

    ReplyDelete