ছড়া-কবিতা:: ছাতা - অংশুমান চক্রবর্তী


ছাতা
অংশুমান চক্রবর্তী

কী নাম বললি তুই? ধুর, গেছি ভুলে
ছাতা ছাড়া কেন তুই যাস ইস্কুলে?
হারিয়ে ফেলিস? তাই যাস খালি হাতে?
বৃষ্টিতে ভিজে যাবি, ভয় নেই তাতে?
জ্বর হলে কমবেশি পাঁচদিন ঘরে
বোকা তুই, কেউ বুঝি এমনটা করে?
এখন তো টানা ছুটি, খুলবে যখন
ছাতা নিবি, রাখবি না অস্থির মন।
হারিয়েছে কটা ছাতা? তিন-চার প্রায়?
ব্যাগে থাকে, তাও কেন ছাতাটা হারায়?
ভিজে ছাতা মেললেই ভুলে যাস নিতে?
এসব ঝামেলা নেই বসন্তে-শীতে।

কী নাম বললি তুই? দাঁড়া, ভেবে বলি
উঁহু, মনে পড়ছে না, আজ তবে চলি...
_____
ছবিঃ সপ্তর্ষি চ্যাটার্জী

No comments:

Post a Comment