ছড়া-কবিতা:: বোরিং - শ্রীজিৎ জানা


বোরিং
শ্রীজিৎ জানা

তিড়িং বিড়িং
তিনটি ফড়িং
দুব্বো ঘাসে নাচে,
হুঁশ নেই সাতপাঁচে।

খানাপিনা গানবাজনা কই?
রাবড়ি পোলাও মন্ডা মিঠাই দই?
কিম্বা লজঞ্জুস
দিলখুশ দিলখুশ!

“ওসব কিচ্ছু নাই?
নাচবো না – দুচ্ছাই।”
বললে হেঁকে এবার থেকে
তিন বন্ধু ফড়িং -
‘খালি পেটে তিড়িংবিড়িং
নাচ করাটাই বোরিং
_____
ছবিঃ আন্তর্জাল ও নচিকেতা মাহাত

No comments:

Post a Comment