ছড়া-কবিতা:: আজব পার্লার - সুজাতা চ্যাটার্জী

সুজাতা চ্যাটার্জী

শহরেতে থেকে এসে, দুই-তিন মাস,

বাঁদর খুলল এক পার্লার খাস


তোমরাও একবার দেখে এসো গিয়ে,

জঙ্গলে কী যে মজা, পার্লার নিয়ে।।

______

ছবিঃ লেখক

4 comments: