সকালবেলার ছড়া
শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত
একটা সকাল ভীষণ তাড়া।
অল্প আলোয় জাগছে পাড়া।
ঘাসের ডগায় শিশিরদানা।
ছোট্ট চড়াই মেলছে
ডানা।
সবুজ জামা টিয়া
পাখি।
পড়াশুনায় দেয়
না ফাঁকি।
কোকিল ভায়ার গলা
ভালো
মিষ্টি সুরে মন
ভোলাল।
রোদ পড়েছে পাতার
বুকে
নাচছে ফিঙে মনের
সুখে।
টুনটুনিটা করছে
পড়া
দোয়েল পাখি কাটছে ছড়া।
দুষ্টু ভারি কাকের ছানা
একটা পড়াও নেই
যে জানা।
ক্লাসের সেরা ছোট্ট
চড়াই
শালিক পাখি করছে
লড়াই।
বাতাস হেসে দিচ্ছে
দোলা
পূব আকাশের দরজা
খোলা।
মৌমাছিরা ফুলের
বনে
উড়ে বেড়ায় আপন
মনে।
প্রজাপতি রঙবাহারি
নরম জামায় নকশাকারি।
সূর্যিমামা মিষ্টি
হাসে
দিচ্ছে উঁকি ওদের
ক্লাসে।
হাঁস চলেছে পুকুর জলে
কাঠবেড়ালি লাফিয়ে
চলে।
সবুজ গাছে ফুলের
মেলা
রোদ ঝিলমিল সকাল
বেলা।।
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment