দু'টি কবিতা
হরিৎ বন্দ্যোপাধ্যায়
।। ১।।
এই
দেখো এই আমার দিকে
আমি
একটা গোটা মানুষ
মানুষ
ছাড়া আর যা কিছু
সবই
জেনো মিথ্যে ফানুস।
তোমার
মতো আমিও ঠিক
দুঃখ
পেলে কাঁদতে পারি
গভীর
দুঃখে তোমার কাছে
খুলব
আমি মনের হাঁড়ি।
তোমার
ভালোই আমার ভালো
সবার
ভালোয় আমরা হাসি
তোমার
সাথে জড়িয়ে আমি
বাজাব
এক আলোর বাঁশি।
আমি
মানুষ ------ এই পরিচয়
বর্ণে
ধর্মে কী আসে যায়
সব
মানুষের মনের ঘরে
লালন
কবীর গান গেয়ে যায়।
।। ২।।
খাবার
আগে তাকিয়ে দেখো
কে
পায়নি আজকে খাবার
সবার
মুখে খাবার তুলে
তোমার
খাবার সময় এবার।
নিজের
পেটে খাওয়া মানেই
পাপের
বোঝা বেড়ে যাওয়া
সবার
কথা ভাবে যে জন
তার
খাওয়াটাই আসল খাওয়া।
_____
ছবিঃ অতনু দেব
ছবিঃ অতনু দেব
No comments:
Post a Comment