দীপেন্দু
মন্ডল
শিখব
সাঁতার, রওনা
দিলাম বাড়ির পাশের পুকুরে
বলল
দাদা, “নয় রে সহজ, ওরে
বোকা নেকু রে।”
“সহজ
যদি নাই বা হবে সাঁতার তো দেয় মাছও
তা
ছাড়া যে আমার সাথে তুমি নিজেও আছ!”
ও
শিখেছে ক’দিন আগেই, হপ্তাখানেক হবে
আমায়
জলে নামিয়ে দিয়ে নামল দাদা সবে।
সঙ্গে
ছিল একটি ঘড়া, শুকনো
বাঁশের লাঠি
ডুবল ঘড়া, ভাঙল বাঁশ, সাঁতার
শেখাই মাটি।
আমারও
জেদ, পারতে হবে এক্ষুনি এই বেলা
আসুক
যতই বাধা-বিপদ, যতই
আসুক ঠেলা।
নতুন
করে বাঁশ কাটলাম, গড়িয়ে
নিলাম লগা
বলি
যত ঝুট-ঝামেলা ওসব এখন ভাগা।
লগির
মাঝে ধরল দাদা, আমি
চাপলাম শেষে
ফসকে
গিয়ে জল গিললাম, উঠলাম
যে কেশে।
এমন
করেই হাল না ছেড়ে হতেই হবে সাঁতারু
ভয়
কী আর! আমি চ্যালা, দাদা
যখন গুরু।
_____
ছবিঃ সপ্তর্ষি চ্যাটার্জী
ছবিঃ সপ্তর্ষি চ্যাটার্জী
No comments:
Post a Comment