ছড়া-কবিতা:: বাঘ ছাগ ও শেয়াল - অঞ্জন ভট্টাচার্য

বাঘ ছাগ ও শেয়াল
অঞ্জন ভট্টাচার্য

এক যে ছিল বাঘ
তার বন্ধু ছিল ছাগ,
তারা থাকত পাশাপাশি
আর গল্প খেলা হাসি
নেচে তা ধিনধিন
কাটত তাদের দিন।
একটুকু নেই রাগ
কেবল অনুরাগ
ছিল বাঘের মনে,
তাই শান্তি ছিল বনে।
দেখে তাদের মিল
জ্বলল রাগে দিল
উঠল খেপে শেয়াল,
চাপল মাথায় খেয়াল -
বাঘ আর ছাগে দ্বন্দ্ব
লাগলেই আনন্দ!
তাই বাঘের কাছে গিয়ে
শেয়াল ইনিয়ে বিনিয়ে
বলল নানান কথা,
ছাগ জানতে পেল না তা!
বাঘ করল ছাগে তাড়া
ছাগ হল যে বন ছাড়া,
শেয়াল বেজায় খুশি
তার ফুটল মুখে হাসি।
_____
ছবিঃ সপ্তর্ষি চ্যাটার্জী

No comments:

Post a Comment