সম্পাদকীয়:: জুলাই ২০২০


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই? ঘরের মধ্যে বসে বসে আকাশ পানে চেয়ে চেয়ে মনটা উদাস হয়ে যাচ্ছে তো? নাকি অনলাইন ক্লাস করতে করতে জেরবার! মাঝে মাঝে বলছ – “দুত্তোর আর ভালো লাগছে না!”
জানি এটা খুব কঠিন একটা সময়। তবে দেখো এই সময়টাও একদিন গল্প হয়ে যাবে। ম্যাজিক ল্যাম্প বন্ধু হয়ে রয়েছে তোমাদের পাশে সবসময়। এবারে এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে উপস্থিত আমাদের ছড়া সংখ্যা। টক মিষ্টি ঝাল নানা স্বাদের তারা, কিন্তু তেতো নয় মোটেই। চেখে দেখে জানাও তো আমাদের কোন ছড়া মন ভরাল, মেঘ সরাল, আলো ছড়াল। প্রচুর ছড়া এবং তাদের সঙ্গে রয়েছে ছড়া নিয়ে আলোচনা, গল্প পাঠ, ছবিছাবা ও অন্যান্য নিয়মিত বিভাগ।
এই সংখ্যার অলংকরণ শিল্পীরা হলেন অতনু দেব, সুমিত রায়, নচিকেতা মাহাত, সপ্তর্ষি চ্যাটার্জী, সমীর সরকার, সুজাতা চ্যাটার্জী, শ্রী ময়ী, শেলী ভট্টাচার্য এবং শিবশঙ্কর ভট্টাচার্য। সুন্দর প্রচ্ছদটি এঁকে দিয়েছেন বিল্টু দে, আর সংখ্যাটি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন তাপস মৌলিক।
ভালো থেকো বন্ধুরা। ভালোবাসা নিও।
ইতি,
জিনি
_____
ছবিঃ বিল্টু দে

No comments:

Post a Comment