দেবব্রত
দাশ
গুলবাজিতে
গুলুমামা নামকরা এক ওস্তাদ,
ওনার
তৈরি গুলের কাছে অন্য সবই বিস্বাদ।
কথায়
কথায় ভেলকিবাজি নয়তো নতুন দৃশ্য,
বিখ্যাত
সেই ঘনাদাও মামারই এক শিষ্য।
ক্যারাটেতে
হারিয়েছেন ব্রুস লি-কে বারংবার,
‘ব্ল্যাকবেল্ট’ নন তবুও, দুঃখ নেই
তাই তো তাঁর।
অলিম্পিকে
হাইজাম্পে দিয়েছিলেন মস্ত লাফ,
ফেরেননি
আর ভূতলে যে... ওরেব্বাস বাপরে বাপ!
শত
মিটার রেসের মাঝে মেরেছিলেন বোল্টকে গুঁতো,
“নইলে সোনা
ছিল বাঁধা” - বলেছিল
পাড়ার ভুতো।
গুলুমামার
ঘরে আছে শুক্রগ্রহের মাটি,
যে
লাঠিতে বাঘ মেরেছেন,
দেখেছি সেই লাঠি।
এভারেস্টে
উঠেছিলেন একা একা মামা,
পায়ে
দিয়ে চটি শুধু পরে একটা জামা৷
মামার
সঙ্গে ভন দানিকেন করেন পরামর্শ,
দু’জন
মিলে ঘুরেছিলেন লক্ষ আলোকবর্ষ।
বারমুডাতে
মামা নাকি নিখোঁজ হয়েও হালে,
পার
হয়েছেন ‘কালের গর্ত’ বাতাস দিয়ে পালে!
এমনি
হাজার ব্যাপার আছে মামার কাছে কত,
শুনতে
পারো ইচ্ছে হলে শুনতে চাও যত।
*****
*‘কালের গর্ত’ হল ‘Time Hole’-এর বাংলা
রূপান্তর।
_____
ছবিঃ সপ্তর্ষি চ্যাটার্জী
_____
ছবিঃ সপ্তর্ষি চ্যাটার্জী
অপূর্ব কবিতা।
ReplyDeleteবাহ্,ভারী সুন্দর।
ReplyDeleteআহা, ছন্দমধুর
ReplyDelete