রবিন
কুমার দাস
আঁকছি
আকাশ জল, তুলি, রঙ
সব
নিয়েছি হাতে,
রাতের
আকাশ আঁকব আমি
চাঁদ
থাকবে তাতে।
একফালি
চাঁদ আঁকব নাকি
ভরা
পূর্ণিমাতে,
মুশকিল
কী হল জানো
ছোট্ট
পাতাটাতে।
কেমন
করে আঁকব বল
চাঁদ, তারা
একসাথে!
পূর্ণিমা
চাঁদ আঁকি যদি
আঁকতে
হবে বড়ো,
তারাগুলো
আঁকব কোথায়
চাঁদকে
বলব সরো!
তারা
ছাড়া মানায় নাকি
আকাশ
মনে করো,
বলছ
না কেউ চিন্তা করে
বাগিয়ে
খাতা ধরো।
আমি
যখন ভাবছি এসব
তোমরা
তখন পড়,
চাঁদ, তারাদের
বলি ছুটি
এবার
কেটে পরো।
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment