ছড়া-কবিতা:: খবর শোনো তাজা - শংকর দেবনাথ


খবর শোনো তাজা
শংকর দেবনাথ

খবর শোনো তাজা -
এক যে আছেন রাজা -
সমস্তদিন-রাত্রি নাকে
সরষেরই তেল ঢেলে -
ঘুমোন তিনি হাত-পাগুলো মেলে।

তার আছে এক রানি -
আয়না-কাঁকইখানি -
সামনে নিয়ে দিন-রাত্তির
সাজেন তিনি বসে -
প্রসাধনেই মুখটা ঘষে ঘষে।

রাজার দুটো ছেলে
পড়াশুনো ফেলে
সমস্তদিন ধিন ধাগে ধিন
বেড়ায় ঘুরে ঘুরে -
শহর-গাঁয়ে নিকট এবং দূরে।

রাজার যে এক মেয়ে -
বেড়ায় নেচে-গেয়ে -
ইচ্ছেমতন যখন তখন
উড়িয়ে খুশির ডানা -
নাইরে মানা তাইরে নানা নানা।

দেশের সকল প্রজা -
বয়ে করের বোঝা -
কাটায় নিতি ভয়-ভীতিতে
সান্ত্রি-সেপাই এসে -
কখন ধরে যমের মত ঠেসে।
_____
ছবিঃ আন্তর্জাল
 

No comments:

Post a Comment