বদ্রীনাথ
পাল
দিদি
আমার ভীষন পাজি
বড্ড
সে হিংসুটে -
মা
ডাকলে আমার আগেই
সে
চলে যায় ছুটে।
যখন
আমি মত্ত থাকি
‘রবি’-র
সহজ পাঠে -
চুপি
চুপি সে এসে ভাই
চিমটি
আমায় কাটে।
যখন
আমি ছবি আঁকি
বসে
আপন মনে -
দিদি
বলে, “মাছ এঁকে দে
এবার
তোর ওই বনে!”
আমার
নাকি মাথায় শুধু
গোবর
পোরা আছে -
‘বুদ্ধু
ভুতুম’ তাই নাকি ভাই
আমি
দিদির কাছে।
যতই
করুক হিংসে আমায়
দিক
না যতই খোঁটা -
তবুও
দিদি সবার আগেই
দেয়
যে আমায় ফোঁটা!!
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment