মিনির বায়না
কণিকা
সরকার
বুবুর
বাঘের কথা শুনে বায়না ধরল মিনি
আমি
একটা বাঘ পুষব, খাওয়াব
দই, চিনি
মা
বলল, কী? বাঘ পুষবে, বাঘ নাকি
খায় দই!
বলল
মিনি, তাই
শুধু? সে
হবেও আমার সই।
আমার
সাথে দিনে রাতে করবে কেবল খেলা
দুইজনে
মা, গল্প
করে কাটিয়ে দেব বেলা।
বুবুর
মতোই বাঘকে নিয়ে বিছানাতে শোব
দুধচোর
ওই বিড়ালটাকে উচিত শিক্ষা দেব
বাঘ
কখনও পোষ্য নয় তা কে বোঝাবে ওকে
কোত্থেকে
কী শুনে এল, যাচ্ছে
শুধুই বকে
বাঘ
চাই, বাঘ
দাও-না এনে, ভীষণ
মেয়ের জেদ
নাওয়া-খাওয়া
ভুলে কাঁদে, দিন-রাতে
নেই ভেদ
মিনির
কথা শুনে অবাক বাড়ির যত লোক
খেলনাপাতি
ফেলে এখন বাঘের জন্য শোক!
বলল
বাবা, বাঘ
চাইলে দিচ্ছি তোমায় এঁকে
তোমার
কাছেই থাকবে সে-ও, আর বোসো না বেঁকে
ধ্যাৎ, ওসবে বসবে
না মন, মাটির
বাঘই চাই
বলল
মিনি, আঁকা
বাঘ কি বসবে কোলে, তাই?
এতক্ষণে
বুঝল সবাই মিনির বায়নাখানা
সামান্য
যে, খেলনা
ওটা, তাই
ছিল না জানা!
_____
ছবিঃ সুজাতা চ্যাটার্জী
ছবিঃ সুজাতা চ্যাটার্জী
No comments:
Post a Comment