ছড়া-কবিতা:: ও পাখি তুই - স্বপনকুমার রায়


ও পাখি তুই
স্বপনকুমার রায়

ডাকছি আমি ও পাখি তুই আয় না কাছে
বেড়াস গাছে,
শিখিয়ে দেব অনেক কথা ডাকবি মাকে
দেখবি আমার পুতুলরা কোন বাক্সে থাকে!

আয়না কাছে ডাকছি আমি ও পাখি তুই
আয় তোকে ছুঁই,
শিখিয়ে দেব চু কিত কিত, কানামাছি
তোর জন্য দেখ না আমি বসেই আছি!

ও পাখি তুই আয় না কাছে ডাকছি আমি
এ পাগলামি ---
নয় তো মোটে, শিখিয়ে দেব লেখা ও পড়া
জানবি কত দেশের খবর, লিখবি ছড়া!
_____
ছবিঃ সুজাতা চ্যাটার্জী

No comments:

Post a Comment