ছড়া-কবিতা:: জলসা - সুস্মিতা কুণ্ডু


জলসা
সুস্মিতা কুণ্ডু

একটা জিরাফ তিড়িংবিড়িং
গলাটি তার লম্বা,
করত রেওয়াজ সকাল বিকেল
গাইয়ে কীসে কম বা!

একটা ভালুক বেজায় পেটুক
গিলত মধু খাঁটি,
তবলাখানা বাগিয়ে ধরে
মারত কষে চাঁটি।

একটা বাঁদর চশমা এঁটে
মস্ত গায়ক সেজে,
হারমোনিয়াম কোলে তুলে
টানত বেলো লেজে।

একটা বাঘা হালুম হুলুম
গায়ে হলুদ জামা
ভাতঘুমটা ভাঙলে বলে,
গান বাজনা থামা!

থরথর সব ভয়েই কাঁপে
হুমকি শুনে বাঘের,
সিংহরাজা হাই তুলে কয়
হয়েছেটা কী রাগের?’

মনটা ভালো থাকবে সবার
হাসি খুশি গানে,
কারোর যদি ঘুম পায়
সে গুঁজবে তুলো কানে।
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment