তাইরে নানা তাইরে নানা
তিনটে ভূতের দেড়টা ছানা
রাতদুপুরে মুন্ডু নেড়ে মিষ্টি
সুরে গাইছে গানা।
হো-ও-ও
হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও।
সেই
সুরেতে রাতবিরেতে বাঁশবনেতে উঠছে ঝড় —
বাদুড়
পেঁচা হেঁচকি তুলে পড়ছে ঝুলে ধড়াদ্ধড়।
হো-ও-ও
হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও ।
# # #
তাইরে নানা তাইরে নানা
তেপান্তরের
দত্যিদানা
কেওড়াবনে
আপনমনে শীর্ষাসনে খাচ্ছে খানা।
নাচছে
তারা কলবলিয়ে, খলবলিয়ে হাসছে রে —
হল্লা শুনে দিগ্বিদিকের হাজার
ভূতে আসছে রে।
হো-ও-ও
হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও।
# # #
তাইরে নানা তাইরে নানা
কারুর
কি ভাই রয়েছে জানা,
কোন্
খুশিতে মাঘের শীতে গভীর রাতে আসরখানা?
সেই
কথাটি খুব গোপনে বলছি শোনো পরিষ্কার —
স্কন্ধকাটার মুন্ডু ওরা
পেয়েছে খুঁজে বনের ধার।
হো-ও-ও
হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও।
হো-ও-ও
হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও হোঃহো, হো-ও-ও-ও।।
_____
ছবিঃ অতনু দেব
অসাধারণ!
ReplyDeleteসুন্দর
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteবাঃ বাঃ
ReplyDeleteসুন্দর ছড়া
ReplyDelete