ছড়া-কবিতা:: আমার মোটা মেনিটা - জেমস ম্যাকডোনাল্ড :: অনুবাদঃ অনন্যা দাশ


আমার মোটা মেনিটা
জেমস ম্যাকডোনাল্ড
(My Fat Cat by James McDonald)
অনুবাদঃ অনন্যা দাশ

আমার মোটা বেড়াল ছানার সারাদিন খাই খাই,
শুয়ে বসে ঘুম দেয় সে খেলাধুলো নাই।

খেলনা দোলনা কিছু তার রোচে না
লাফালাফি ঝাঁপাঝাঁপি কোনোটাই বোঝে না।

আমি যদি বকি-ঝকি হাই তোলে বার বার,
এক চোখে চেয়ে দেখে দুনিয়ার কারবার।

মেজ মামা রেগে তাই খাওয়া দিল মেপে,
মোটা মেনি সেই দেখে গেল ভারি খেপে।

কুঁই কুঁই ম্যাও ম্যাও সারা দিন সারা রাত,
বাপ রে কী শব্দ, হয়ে যায় পাড়া মাত।

রোগা-সোগা হয়েছে সে কম খায় কিছুটা,
তবু মোটে খেলবে না দুষ্টু সে পুসিটা।
_____
ছবিঃ শ্রীময়ী

No comments:

Post a Comment