ফেলুদা
শেলী ভট্টাচার্য
লাফিয়ে ঝাঁপিয়ে চড়ি মগজের সিঁড়ি
সূচনাতে পড়ে ফেলি ‘গোয়েন্দাগিরি’।
প্রথম বইতে এল ‘বাদশাহী আঙটি’
হাঁ করে গিলছ কী? শোনোনিকো নামটি?
‘শিয়াল দেবতা রহস্য’...গপ্প সে জব্বর
গোয়েন্দার হাতে এল প্রথম রিভলবর।
দেশে হয়ে প্রকাশিত, পড়ে গেল শোরগোল
দারুণ সে কাহিনি... ‘গ্যাংটকে গন্ডগোল’।
লেখক জটায়ু ট্রেনে উঠে দেয় পরিচয়
‘সোনার কেল্লা’ যেতে, উটে তার বড়ো ভয়।
সিধু জ্যেঠা গল্পেতে মোটা পুঁথি হাঁকিয়ে
জ্ঞানীগুণী হাবভাবে রয় ভুরু বাঁকিয়ে।
মগনলালের যত জারিজুরি ব্যাবসা
‘জয় বাবা ফেলুনাথ’-এ হয়ে যায় একসা।
অনেকটা বললাম, একটুকু থেমে যাই
যদিও জানি তোমরা বুঝে গেছ সবটাই।
কার কথা বলছি, কে সে চরিত্র
কী বলছ হাত তুলে... প্রদোষ মিত্র?
সে তো
পোষাকি নাম, প্রিয় নাম আলাদা
যুগে যুগে মন জুড়ে বেঁচে থাকে ফেলুদা।
_____
ছবিঃ লেখক
চমতকার
ReplyDeleteধন্যবাদ।
Delete