ছড়া-কবিতা:: ঘুরে আসব - শক্তিপ্রসাদ ঘোষ


ঘুরে আসব
শক্তিপ্রসাদ ঘোষ

কৈলাসেতে বসে দেবী
মাথায় দিয়ে হাত
লকডাউনে বন্ধ ছিল
ব্যাবসা দোকান-পাট
আমফান আর রোগব্যাধি
করেছে অনেক ক্ষতি
বঙ্গবাসী কী করবে এবার
কী যে তাদের মতি
গণা, একটু খবর নে রে
দেশের কী গতি
তোর বাবার খেয়াল নেই
তিনি জগৎপতি
পারিস যদি কিনে রাখ
মাস্ক, স্যানিটাইজার
যদি পারি ঘুরে আসব
চেষ্টা করে আবার।
_____
ছবিঃ অজয় কুমার ঘোষ

No comments:

Post a Comment