পাপিয়া
গাঙ্গুলি
রাতটা
তখন লাগত বড়ো
দরজাটা
খুব লম্বা
বাবার
গলায় গুপীর গান
ভূতে
নাচে জুম্বা।
আসল
কথা গুছিয়ে বলি
তখন
বয়স অল্প
দাদুর
কাছে রাতের বেলা
অভ্যেস
শোনা গল্প।
সে সব
দিনে বায়োস্কোপে
নতুন
ছবি এল
সেটা
নাকি ছোটোদেরই,
রায়কাকু
বানাল।
গুগাবাবার
কাণ্ডকীর্তি
রূপকথারও
বেশি
তাদের
জন্যই সিনেমা!
ছোটোরা
খুব খুশি।
ভূতের
নাচন ছায়া ছায়া
ভূতের
রাজার বর
গুগাবাবার
গান না শুনলে
মন
কেমনের ঝড়।
_____
ছবিঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ছবিঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
No comments:
Post a Comment