ছড়া-কবিতা:: মায়ের শাসন - রাজীব মিত্র


মায়ের শাসন
রাজীব মিত্র

ধুলোর সাথে ভাব জমাব
বহু দিনের শখ,
সুযোগ কোথায়? থাকতে যে হয়
ফিটফাট চকচক।
মাটি নিয়ে যেই খেলব
মায়ের চোখে পড়ে,
হাত-পাগুলো ধুইয়ে আগে
আটকে দেবে ঘরে।
কাদা মাখলে আর কথা নেই
চেঁচিয়ে মাথায় বাড়ি
বলবে মা ঠিক, “এই ছেলেকে
নিয়ে কি আর পারি?
সব সময়েই ধুলো কাদায়
থাকছে ও ভূত সেজে
দিনে দিনে পড়াশোনার
যায় বারোটা বেজে
ঠামার কাছে গল্প শুনি
বাবাও ছোটোবেলায়
পড়া ছাড়াও থাকত মেতে
ধুলো কাদার খেলায়।
এই কথাটা যেই না আমি
বলব ডেকে মাকে,
“মন দে পড়ায়”, বলে শুধুই
মুখ ঘুরিয়ে থাকে।
_____
ছবিঃ সুজাতা চ্যাটার্জী

No comments:

Post a Comment