তন্ময় ধর
মিঠে স্বপ্নেতে ঠোঁটে ছুঁয়ে মিঠে কাপটা
দেখবি সামনে সাজানো যে পাটিসাপটা!
কাপও ভরবে মিঠে রাবড়ির স্বপ্নে
আলতো কামড়ে একটু ক্ষীরের চপ নে।
স্বপ্নের প্লেটে এল সীতাভোগ-চমচম
যত মিষ্টির এল কি বৃষ্টি ঝমঝম!
অমৃতি–সরভাজা–মিহিদানা–জিলিপি
স্বপ্নের চাঁদকপালে লিখেছে কি লিপি?
মিষ্টি আবেশে দূর স্বপ্নের দেশেতে
ছুঁয়ে ক্ষীরপুলি–রাজভোগ–দরবেশেতে
শেষে সে কি এসে জন্মদিনের পায়েসে
মিঠেল আরেক জন্ম লিখবে আয়েসে!
_____
ছবিঃ অতনু দেব
ছবিঃ অতনু দেব
No comments:
Post a Comment