ছড়া-কবিতা:: পৌরাণিক ভাইফোঁটা - পল্লব চট্টোপাধ্যায়


পৌরাণিক ভাইফোঁটা
পল্লব চট্টোপাধ্যায়

রাবণরাজার দুই ভাই তার কুম্ভকর্ণ বিভীষণ -
তিনটি দাদাকে ফোঁটা দিতে ডাকে শূর্পণখা সে একটি বোন,
ভেব না সে সোজা, যায় না তা বোঝা কুম্ভকর্ণ ভাঙাতে ঘুম,
তোমরা কি জানো দেওয়ালিতে কেন পটকা-বাজির এমন ধূম!
রাবণটা যা তা, দশখানা মাথা - দশটা কপালে পরাতে ফোঁটা,
শূর্পণখার আঙুলখানার বেজে যেত প্রায় পৌনে বারোটা

হস্তিনাপুরে দুঃশলা যে রে একশো ভাইয়ের একটি বোন
কোন ভোর থেকে ফোঁটা নিতে থাকে দুর্যোধন আর দুঃশাসন
আঙুলেতে ব্যথা, শেষ করে কথা ভাবছে এবার মিষ্টি খাই
দেখে এক কোণে বসে দুখিমনে, পাণ্ডবদের পাঁচটি ভাই
আমাদের বাবা, এমন সে হাবা, কেঁদে বলে দাদা যুধিষ্ঠির,
সব ক’টা ভাই, ভগ্নী যে নাই, আমাদেরও বোন খাওয়াস ক্ষীর!

সগর রাজার ষাটটি হাজার ছিল ছেলে, খুব ধুরন্ধর,
বোন ছিল কিনা? আর শুধিও না, ভাবতেও গায়ে আসছে জ্বর!
_____
ছবিঃ প্রাচীন বাংলার চিত্রকলা [সন ১৮৯০] (আন্তর্জাল)

No comments:

Post a Comment