লেখকঃ অজ্ঞাত
(Manners, Author - Unknown)
অনুবাদঃ
অনন্যা দাশ
তুমি
যদি কম কিছু পাও
আর
বোনটি পায় বেশি
কান্নাকাটি
কোরো না ভাই
বোলো, “এতেই আমি
খুশি!”
বন্ধু
যদি হড়কে পড়ে
কিংবা
হয় কুপোকাত
মোটেই
কিন্তু হেসো না ভাই
বাড়িয়ে
দিও হাত।
কোনও
কিছু কারো থেকে
ধার
করে যদি নাও
মনে
রেখো কাজের শেষে
ফেরত
দিয়ে দাও।
টফি
যদি পাও তাহলে কিন্তু
বন্ধুদেরও
দিও
ভাগ
করে যে খেতে মজা
এটা
জেনে নিও।
দেখ
যদি লম্বা লাইন
ভয়
পেও না তাতে
তুমিও
সুযোগ পাবে জেনো
লাইনের
শেষটাতে।
কেউ
যদি দেয় কিছু তোমায়
সে
যতই ছোটো হোক
হেসে
তুমি ধন্যবাদ দিও
বোলো,
তোমার ভালো হোক।
_____
ছবিঃ শ্রীময়ী
ছবিঃ শ্রীময়ী
No comments:
Post a Comment