দুটি
ছড়া
সিদ্ধার্থ
সিংহ
(১)
বই
দিয়েছি, পেন
দিয়েছি
সঙ্গে
লেখার খাঁচা
ও
কেবলই টানছে বালিশ
পুরোনো
লেপ-কাঁথা।
দুধ
দিয়েছি, কলা
দিয়েছি
সঙ্গে
সেঁকা রুটি
আধ
ঘণ্টা পরেও দেখি
খেলছে
কাটাকুটি।
তেল
শ্যাম্পু সাবান দিয়ে
বলছি
চানে যা না
এসে
দেখি হাঁ করে সে
দেখছে
কাকের ছানা।
ব্যাগ
দিয়েছি, সঙ্গে
টিফিন
বোতল
ভরা জল
বাসে
উঠতেই রাস্তাখানা
আনন্দে
ঝলমল।
_____
(২)
বলব
না
এই
ছিল তারাগুলো
কই
গেল? কই?
হঠাৎ
কে ঢেলে দিল
ফুটফুটে
খই?
এ
ডালে ও ডালে ফোটে
টপাটপ
ফুল,
ঝটপট
ভেঙে যায়
যাবতীয়
ভুল।
শিস
দিয়ে উড়ে গেল
রঙদার
পাখি,
দেরি
হলে খুঁজবে না
ওর
বাবা-মা কি?
ওই
তো উঠেছে চাঁদ
চাঁদোয়ার
গায়ে,
বলব
না তার নাম
রয়েছে
যে বাঁয়ে।
No comments:
Post a Comment