ছড়া-কবিতা:: মাতৃভাষা - জয়ন্ত মুখোপাধ্যায়


মাতৃভাষা
জয়ন্ত মুখোপাধ্যায়

ভাষার কথা উঠল যখন
বলছি তবে শোনো
বাংলা ভাষা মায়ের মতন
ছাড়ে না কক্ষনো।
বকার হলে বকবে ভীষণ
মারার হলে মারে
রাগ অনুরাগ লেগেই থাকে
মানাই বারে বারে।
আবার যখন আদর করে
নিজের কাছে টানে
জীবন আমার ওঠেই ভরে
কবিতা আর গানে।
এমনি করেই বাংলা ভাষা
থাকুক পাশে পাশে
এমনি করে তোমায় আমায়
ক’জন ভালবাসে!
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment