ছড়া-কবিতা:: রথের মজা - সৌমেন দাসগুপ্ত


রথের মজা
সৌমেন দাসগুপ্ত

জগন্নাথের রথ গড়াল
মাসির বাড়ি যাচ্ছে ওই,
হাসছে ওরা দু’ভাই বোনে
করছে মজা আর হৈচৈ।
রথের ঘোড়া জোর ছুটেছে
রথ ঘিরে আজ অনেক লোক,
জানলা দিয়ে যাচ্ছে দেখা
সুভদ্রারই ওই নোলক।
বছর ঘুরে আসছে বাছা
মাসি আছেন অপেক্ষায়,
সাজিয়ে রাখেন খাবার কত
ফলের বাহার আর মিঠাই।
হপ্তা জুড়ে দেদার মজা
বসবে মেলা রোজ যে তাই,
পাঁপড় ভাজা আর জিলিপি
সাথে হরেক খেলনাটাই।

এবার যে ভাই বন্ধ সবই
ফাঁকা দ্যাখো রথতলা,
মাসির বাড়ি গিয়েও যেন
জমছে না কোনো খেলা।
স্বপ্ন দেখি সে দিনগুলোর
আশায় বাঁচি হরেক দিন,
রথের মেলার হরেক মজা
আসুক ফিরে দিন রঙিন।
_____
ছবিঃ আন্তর্জাল

3 comments: