ছড়া-কবিতা:: কান্তপুরের কথা - দ্বৈতা হাজরা গোস্বামী


কান্তপুরের কথা
দ্বৈতা হাজরা গোস্বামী

কান্তপুরের পান্তো রাজা সবাই তাকে মানত
তার দুটি ভাই খাজা, গজা ছিল ভীষণ শান্ত

সুন্দরী তার বোনটির নাম লবঙ্গ-লতিকা
মিঠে-কড়া স্বভাবটি, আর বড়োই সুরসিকা

রাজার আছে ভিনদেশি বৌ ম্যাডাম লেডিকেনি
মণ্ডা এবং মিঠাই নামে তার পোষা দুই মেনি

রাজার পিসি অমৃতি রায় লেখেন ভালো গদ্য
বুঁদিগড়ে ফ্ল্যাট কিনেছেন দেখে এলাম সদ্য

পিসেমশাই গোয়েন্দা এক শুধুই করেন সন্দ
সন্দেশ যেই পান ছুটে যান ঘটলে কোথাও মন্দ

রাবড়ি দিদি খবর পড়েন জিলিপি চ্যানেলে
সরপুরিয়া কলেজে তার পড়তে গেল ছেলে

রাজার জামাই ক্ষীরমোহনের বরফিগঞ্জে বাস
রাজার মামা স্বভাবকবি চন্দ্রপুলি দাস
_____
ছবিঃ নচিকেতা মাহাত

10 comments:

  1. দারুণ। মিষ্টি দিয়ে মিষ্টি ছড়া

    ReplyDelete
  2. এত মিষ্টি ছড়া! ভাগ্যিস মানস-ভোজন, নয়ত সুগার চেক করাতে হত। তবে খুব উপভোগ করলাম।

    ReplyDelete
  3. চমৎকার ছড়া, মন ভরে গেল, কিন্তু পেট ভরতে দ্বিধা হল, এমন জীবন্ত মানুষ গুলো, থুড়ি, মিষ্টি গুলো !!

    ReplyDelete
  4. Ato sab mishti likhle, aar kabita pada have naa. Jiver jal samlate, samlate.

    ReplyDelete
  5. শেষ জীবনটা ওইখানেই কাটাবো।

    ReplyDelete
  6. অসাধারণ লিখেছ দ্বৈতা ! মিষ্টি নিয়ে আরও মিষ্টি ছড়া তোমার ! পড়ে মন ভরে গেল কানায় কানায় । আসলে, শব্দঝঙ্কারেই তো বাজিমাত!

    ReplyDelete
  7. দারুন হয়েছে দিদিভাই

    ReplyDelete
  8. একটু আধটু ছন্দ কাটলেও চমৎকার

    ReplyDelete