ছড়া-কবিতা:: বৃষ্টিতে হাত নাড়লে - কপিলদেব সরকার


বৃষ্টিতে হাত নাড়লে
কপিলদেব সরকার

বৃষ্টিজলে শহর ভেজে
ডুবল রাস্তাঘাট
জানলা দিয়ে দমকা হাওয়া
লাগছে গায়ে ছাঁট

মা বলেছেন খুব সাবধান
ভিজবে না এক ফোঁট্টা
এবার কেন প্রকৃতিটা
হয়েছে যে কাঠখোট্টা!

একে তো এই অতিমারী
তার ওপরে আমফান
গোদের ওপর বিষের ফোঁড়া
ভাবলে মাথা আনচান

পড়াশুনোয় মারছ ফাঁকি
যায় না সে কি বলা?
এবার যদি ঠাণ্ডা লাগাও
পূর্ণ ষোলোকলা

আমি ভাবছি দুত্তোরি ছাই
বদ্ধ ঘরে কদ্দিন?
ভাল্লাগে না অনলাইনের
ঘ্যানঘ্যানানি রাদ্দিন

তোমরা শুনি খুব খেলেছ
যখন ছিলে ছোটো
আমরা তবে শুনব কবে -
ঘাসের 'পরে ছোটো?

ছাদ কেড়েছ, মাঠ কেড়েছ
বন্ধুদেরও কাড়লে,
কী ক্ষতি হয় একটুখানি
বৃষ্টিতে হাত নাড়লে?
_____
ছবিঃ আন্তর্জাল

2 comments:

  1. বাঃ চমৎকার হয়েছে কবিতা

    ReplyDelete
  2. দারুন, দারুন
    চালিয়ে যাও।

    ReplyDelete