
ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই?
এখন তো মন ভালো করারই সময়। শারদ উৎসবে মেতে ওঠার সময়। আমরা যারা এখন অনেকটা বড়ো হয়ে গেছি তাদের কাছে পুজো মানে ছিল নীল আকাশ, পেঁজা মেঘ, ঢাকের বাদ্যি, সমস্ত পরিবার এক ছাদের তলায় হই হই আড্ডা, দেদার মজা। এখন দূষণের কারণে আকাশটা সবসময় শরতের নীল মেখে থাকে না। সেই আকাশটা আমি বড্ডো মিস করি। তবে দূরের গ্রামের পুজোয় এখনও তোমরা প্রকৃতির সেই রূপ দেখতে পাবে। হয়তো সেখানে শহরের মতো এত জাঁকজমক নেই, কিন্তু আনন্দ আছে ঢের বেশি।
আরেকটা জিনিসের কথা তোমাদের মনে করিয়ে দিই। বাঙালিদের কাছে কিন্তু পুজোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ হল শারদ পত্রিকাগুলো। ওগুলো না হলে পুজো পুজো মনেই হয় না। কিন্তু দেশে বিদেশে সব জায়গায় তোমার মনের মতো শারদ পত্রিকাগুলো পাবে না। সেক্ষেত্রে দুঃখ কোরো না মোটেই। ম্যাজিক ল্যাম্প আছে তো। আছে মন ভালো করা সব দুর্দান্ত গল্প ছড়ার সম্ভার।
আমাদের কিন্তু জানাতে ভুলো না, কেমন লাগছে তোমাদের ম্যাজিক ল্যাম্প।
এই শারদ সংখ্যাটি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন তাপস মৌলিক। আর ম্যাজিক ল্যাম্পের অনবদ্য প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী মৃণাল শীল।
তাহলে আর দেরি নয়। পড়তে শুরু করে দাও তোমাদের প্রিয় ওয়েব ম্যাগাজিন ম্যাজিক ল্যাম্প।
শারদ শুভেচ্ছা আর ভালোবাসা নিও বন্ধুরা।
ইতি,
জিনি
----------
ছবি - আন্তর্জাল

No comments:
Post a Comment