ছড়া-কবিতা:: মজায় গড়া পুজোর ছড়া - সুমন দলুই


মজায় গড়া পুজোর ছড়া
সুমন দলুই

বাতাসে ফের খুশির আমেজ
আকাশে নীল চাদর,
সাদা মেঘের নৌকোভরা
পুজোর ছুটির আদর।

সবাই মিলে মাতবে আবার
আগমনীর সুরে,
কাছাকাছি আসবে সে জন
যে জন থাকে দূরে।

নতুন জামা নতুন জুতো
হরেকরকম ভোজন,
দুঃখগুলো হারিয়ে গিয়ে
বাড়বে সুখের ওজন।

পুজোর দিনের গপ্পে বোনা
রঙিন শারদীয়া,
পুজোর ছড়া, পুজোর কমিকস
পড়বে সোনা-টিয়া।

পথের ধারের ঝুপড়িগুলোয়
দিন কেটে যায় যাদের,
এই কটা দিন একটু হাসি
ফুটুক মুখে তাদের।

দেদার মজা হই-হুল্লোড়
ছড়িয়ে পড়ুক ভীষণ,
পরস্পরের হাত ধরে থাক
আফজ়ল আর কিষণ।

মনের মধ্যে ঘাপটি মারা
ঘুটঘুটে সব কালো,
ঘুচিয়ে দিয়ে উঠুক জ্বলে
শারদ প্রাতের আলো।

কান্নাকাটি ঝগড়াঝাটির
পাট চুকিয়ে তবে,
ভালোবাসা জমাট বাঁধুক
আনন্দ উৎসবে।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment