ছড়া-কবিতা:: রুখতে হামলা ঠুকল মামলা - সৌরভ চাকী


রুখতে হামলা ঠুকল মামলা
সৌরভ চাকী

বর্ষা কেটেও আশ্বিনেতে
থামছে নাকো বৃষ্টি
বলো দেখি নিয়ম ভেঙে
কী অনাসৃষ্টি?

খুব রেগে তাই শরৎ ঋতু
বললে আমায় ডেকে
দেখো কেমন কালো মেঘে
দিচ্ছে আমায় ঢেকে!

ছেলে পুলে পুজোর আমেজ
নেবে কেমন করে?
বৃষ্টি যদি পুজোর কদিন
নামে এমন তোড়ে?

উপায়টা কী বলো না ভাই
রুখতে বর্ষা হামলা?
বুদ্ধি দিলাম আদালতে
ঠোকো একটা মামলা।

কোর্টে এবার কেস উঠেছে
বর্ষা ঋতুর নামে
আষাঢ়, শ্রাবণ কেটে গেলেই
বৃষ্টি যেন থামে।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment